এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ৪৮তম বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উখিয়ায় কর্মরত এনজিও সংস্থা হোপ ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল, এতিম দুস্থদের মাঝে কাঙালি ভোজের খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১.০০ টার দিকে উখিয়া প্রেসক্লাবের সামনে উপস্থিত বিভিন্ন অঞ্চলের অসচ্ছল, এতিম ও দুস্থ প্রায় ৩০০ জনের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

এ খাবার পেয়ে তারা খুশি হয়ে এনজিও সংস্থা হোপ ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ায়ে মোনাজাত করেন।
এ খাবার পেয়ে বৃদ্ধা রহিম মিয়া বলেন, কাঙালী ভোজে খাবার দেওয়া হয় সেটি শুনেছি কিন্তু এই প্রথম খাবার পেয়েছি। কোন দিন আমাগো গরিব-রা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে খাবার পাইনি। এই প্রথম এনজিও হোপ ফাউন্ডেশনের মাধ্যমে খাবার পেলাম।
এ খাবার বিতরণে উপস্থিত ছিলেন, হোপ ফাউন্ডেশনে সহকারী ম্যানেজার শওকত আলী,উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক ফারুখ আহমদ, সিনিয়র সদস্য জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সদস্য নুর মোহাম্মদ সিকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, কার্যনির্বাহী সদস্য, এম ফেরদৌস ওয়াহিদ, দপ্তর সম্পাদক শফিউল শাহীন, সদস্য ইব্রাহিম মোস্তফা, আব্দুল্লাহ আল আজিজ,মাহমুদুল হক বাবুল, হোপ ফাউন্ডেশনের অন্যন্য স্টাপসহ আরো অনেকেই।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়ার বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর সোহেল চৌধুরী।