প্রেস বিজ্ঞপ্তি
উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন কে সভাপতি ও ছাত্রলীগের সাবেক সভাপতি সরোয়ার কামাল পাশাকে সাধারণ সম্পাদক করে উখিয়া উপজেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী তিন বছরের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।
শুক্রবার (১৩ অক্টোবর) যুবলীগের দফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
কেন্দ্রীয় দফতর সুত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার (১৩ অক্টোবর, ২০২৩) দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে তিন বছরের জন্য আংশিক এ কমিটি ঘোষণা করা হয়েছে।