এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)::
কক্সবাজারের উখিয়ায় কর্মরত ১৪এপিবিএনের অভিযানে মায়ানমারের সন্ত্রাসী সংগঠন ও রোহিঙ্গা ক্যাম্পে অরাজকতা সৃষ্টিকারী বহুল আলোচিত নবী হোসেন গ্রুপের মাস্টারমাইন্ড প্রধান নবী হোসেন ও তার সহযোগীভাইকে ২টি বিদেশী পিস্তল ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
শনিবার ৩১ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক আরেফিন জুয়েল ও ইরানী পুলিশ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক টিম ৮ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ তাকে হাতে নাতে আটক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অতিরিক্ত ডিইআজি মোঃ ইকবাল।
জানা যায়, নবী হোসেন গ্রুপের মাস্টারমাইন্ড প্রধান নবী হোসেন ও তার সহযোগী ভাই সৈয়দ হোসেন বুলু তারা দুজনই ৮নং রোহিঙ্গা ক্যাম্পের ৪১নং ব্লকের বাসিন্দা মোস্তাক আহমদের ছেলে।
এপিবিএন সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত নবী হোসেন মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান। তারা মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা নামক মাদকদ্রব্য চোরাইচালানের গডফাদার হিসেবে পরিচিত। বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের এফডিএমএন ক্যাম্প এলাকায় তাদের নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে। যার মাধ্যমে তিনি হত্যা, অপহরণ এবং ইয়াবা চোরাচালান করে থাকেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নবী হোসেনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বিজিবি।
নবী হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলাও রয়েছে। যার মামলা নং-১২, তারিখ-০৫/১১/২০১৯ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় আসামী এবং উখিয়া থানার মামলা নং-১৩, তারিখ-০৫/১১/২০১৯, ধারা-19(A)/19(f) 1878 এর এজাহার নামীয় আসামী।