প্রেস বিজ্ঞপ্তি::
উখিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি বর্ষীয়ান সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উখিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রতন কান্তি দে’র সঞ্চালনায় ২ নভেম্বর বুধবার বিকাল ৪ টার সময় উখিয়া প্রেসক্লাব কার্যলয়ে কার্যকরী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় মরহুম রফিক উদ্দিন বাবুলের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত ও তার প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এবং সিদ্ধান্ত হয় যে আগামী ৫ নভেম্বর শনিবার উখিয়া প্রেসক্লাবের উদ্যোগে দুপুর ২ ঘটিকার সময় প্রেসক্লাবের হলরুমে খতমে কোরআন, দোয়া মাহফিল এবং বিকল ৪ টার সময় শোক সভা ও কবর জিয়ারত, কালো ব্যাজ ধারণ করা হবে।। এতে উখিয়া প্রেসক্লাবের সকল সদস্য ও গন্যবামান্যব্যাক্তিবর্গদের অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, কাজী হুমায়ুন কবির বাচ্চু, কার্যনির্বাহী সদস্য নুর মোহাম্মদ সিকদার প্রমুখ।