ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। পানিবন্দি হয়ে মানবতের জীবন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ। এ অবস্থায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে উখিয়া উপজেলার সাধারণ ছাত্র-জনতার একটি মানবিক টিম।
তাদের মানবিক উদ্যোগে এবং কোটবাজারের অসংখ্য মানুষের সহায়তায় প্রায় ৩২০ পরিবারের জন্য সোয়াবিন তেল,সাবান,চাল,ডাল,আলু,,পিয়াজ,মোমবাতি,দিয়াশলাই, বিস্কুট, বিশুদ্ধ পানি, কয়েলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করে বন্যা কবলিত মানুষের হাতে পৌছে দিয়েছেন।
মঙ্গলবার সারাদিন ফুলগাজী কাজিরবাগ ও ফাজিলপুর, ফেনীতে কোটবাজারের ছাত্র-জনতার টিম কাদে করে আবাসিক এলাকাগুলোতে ত্রাণসামগ্রী গুলো বিতরণ করেন।