সম্প্রতি ‘দৈনিক আলোকিত উখিয়া’ পত্রিকায় প্রকাশিত ‘উখিয়ার পালংখালীতে পারিবারিক সিন্ডিকেটে চলছে রমরমা ইয়াবা বাণিজ্য : ঠেকাবে কে? শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে যেসব কল্পকাহিনী ছাপানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি ২০১১সাল থেকে কুতুপালং বাজারে স্টোরের দোকান করে আসছি। পাশাপাশি কুতুপালং এলাকা থেকে বিয়ে করার সুবাধে স্ত্রী,সন্তান নিয়ে স্থায়ী ভাবে কুতুপালং হাজেম্মার রাস্তার মাথায় বসবাস করে যাচ্ছি। কিন্তু আমার পৈত্রিক বসবাস পালংখালীর কিছু কুচক্রী মহল পারিবারিক বিরোধ, স্থানীয় রাজনৈতিক ইস্যু নিয়ে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে লেগে আছে। তারা বিভিন্ন সময় সংবাদকর্মী ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে এবং আমার পরিবারকে হেও প্রতিপন্ন করার জন্য একের পর এক মিথ্যা সংবাদ পরিবেশন করে আসছে। যাহা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। আমি কখনো ইয়াবা,স্বর্ণ বা কোন ধরনের অনৈতিক ব্যবসার সাথে জড়িত ছিলাম না বা বর্তমানেও নেই। সম্প্রতি কয়েকজন যুবক সংবাদকর্মী পরিচয় দিয়ে আমার নিকট থেকে অহেতুক চাঁদা দাবি করে, তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় আমার এবং আমার ভাইয়ের বিরুদ্ধে একটি মনগড়া সংবাদ পরিবেশন করে। যার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। ইতিপূর্বেও আমার ভাই মিজানুর রহমানকে পারিবারিক বিরোধের জের ধরে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে ছিল, যার কারনে আমরা আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন ওই চক্রটি আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে যাচ্ছে, এতে কোন ধরনের বিভ্রান্ত না হওয়ার জন্য আমি স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
প্রতিবাদকারী
জাহাঙ্গীর আলম
পিতা-জাফর আলম
সাং-পশ্চিম ফারিরবিল,
৫নং ওয়ার্ড,পালংখালী,উখিয়া৷