গত ২২ জুলাই আলোকিত বাংলাদেশ ও ২১ জুলাই আজকের দেশ-বিদেশ ও অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার জার্নালসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিরোনামে একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে ভুয়া দলিল সৃজন, উখিয়ায় ভাই-বোনের সম্পত্তি আত্মসাৎ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়।
মূলত বিগত ১৯ জুলাই আমরা ভাই-বোনদের উপস্থিতে একটি পারিবারিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সংক্রান্তে সংবাদে যেসকল ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তা প্রকৃত সত্য ঘটনার সম্পূর্ণ বিপরীত প্রকাশ পায়। জমি সংক্রান্ত ঘটনার সূত্র ধরে বাক-বিতন্ডার এক পর্যায়ে আমার ছোট ভাই নুরুল আবছার, ভাবী মর্তুজা বেগম ও তার ভাই বুল্লা ও মিজানসহ সকলে আমার উপর তেড়ে আসে এবং লাঠি দিয়ে আক্রমণ চালায়। এতে আমার শরীরে বিভিন্ন অংশে মারাত্মক জখম প্রাপ্ত হয়। ছেলে জারিফের উপরও হামলে পড়ে।
এক পর্যায়ে আমি আহত অবস্থায় ছেলেকে নিয়ে চলে আসি উক্ত দূর্বৃত্তদের কবল থেকে প্রাণে রক্ষা পায়। পরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। এ বৈঠকটি হয়েছিলো বড়ভাই নুরুল বশর সিকদারের বাড়িতে উখিয়ার রাজাপালংয়ে। বড়ভাই এবং ভাবী আমাকে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে যায়।
সংবাদে জাল দলিল সৃজন করে ভাই-বোনের সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে আপন বোনকে মা বানিয়ে ওয়ারিশদের কিছু সম্পত্তি আমার নামে নিয়েছি বলে উল্লেখ করা হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক কথা।
প্রকৃত অর্থে আমার পৈত্রিক ওয়ারিশসূত্রে এবং ছোট ভাই আবছারসহ বোনদের কাছ থেকে খরিদসূত্রে প্রাপ্ত জমির দলিল মূলে খতিয়ান সৃজন পূর্বক ভোগদখলে রয়েছি।
বোনকে মা বানিয়ে যে কথাটি উল্লেখ করা হয়, রেকর্ডিয় বিষয় হচ্ছে ভূমি অফিসে এবং ওয়ারিশ সনদ দেয় চেয়ারম্যান, সেখানে ভূয়া কিছু সৃজন কথাটি হাস্যকর এবং ষড়যন্ত্রমূলক।
বড়বোন নুরজাহান থেকে রেজিস্ট্রি কবলা মূলে দুটি দলিলে ৪০ শতক জমি খরিদ করি। দলিল নং: ১২৪৬, তাং: ২৩-১০-২০০৭ইং, ৬২৪ তাং: ০৬-০৫-২০১৪ ইং।
এছাড়া উক্ত সংবাদে অন্যান্য যে তথ্য উপাত্ত গুলো এবং কথা সমূহ উল্লেখ করা হয় তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্যমূলক ও অস্থিত্ব বিহীন।
আমি একজন দলিল লেখক হিসেবে বিগত প্রায় দেড় যুগের বেশী সময় ধরে অত্যান্ত সুনামের সহিত সেবা দিয়ে আসছি। উক্ত সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এরা উঠেপড়ে লেগে এ ধরনের অসত্য অপপ্রচার চালায়।
আমি এহেন বানোয়াট সংবাদ সমূহের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
নুরুল হক
পিতা: মৃত হাজী জালাল আহমদ।
কাশিয়ার বিল, রাজাপালং, উখিয়া, কক্সবাজার।