চট্টগ্রামের কোতোয়ালিতে ১৮০০ পিচ ইয়াবাসহ উখিয়া রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া গ্রামের মো. পারভেজ ওরফে বাবুল (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিনগত রাত ১০টার দিকে নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পারভেজ কক্সবাজারের উখিয়া থানার রত্না পালং ইউনিয়নের হারু ফকির পাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর।
ওসি বলেন, সোমবার দিনগত রাতে নিউ মার্কেট মোড়ে সন্দেহজনক গতিবিধির কারণে পারভেজ নামের ওই যুবকের দেহ তল্লাশি করে ১৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কক্সবাজার জেলার উখিয়া থেকে পাইকারি মূল্যে কিনে খুচরা বিক্রির জন্য ঢাকা যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্ট্রেশনের দিকে যাচ্ছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।