এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)::
কক্সবাজারের উখিয়ায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব ও দুই দিনের চলমান টানা বৃষ্টিতে কৃষকের স্বপ্নের সোনালী ফসল অধিকাংশ ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় মিধিলির টানা দুই দিন বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের অধিকাংশ ধানের ক্ষেত পানির সাথে শুয়ে পড়ে ডুবে রয়েছে। কিছু ধান আধা পাকা আর কিছু ধান ঘরে তুলে নেওয়ার উপযোগী ছিল। নতুন ধান ঘরে তুলার স্বপ্ন ধুলোসাৎ করে চলে গেল প্রাকৃতিক দুর্যোগ মিধিলি ও টানা ভারী বর্ষণ।
রত্নাপালংয়ের কৃষক রবি আলম জানাই, বিদেশ থেকে চলে আসছি প্রায় ২ বছর, ধানসহ বিভিন্ন প্রজাতির ক্ষেতখামার করে চলি। কিন্তু হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগ এসে আমার সোনালী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বুকে চাপা কষ্ট নিয়ে মনের দুঃখ মনেই জমাট হয়ে আছে। কাউকে কিছু বলার মতো ভাষাও দেখছি না।
উখিয়া উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, কেউ বর্গা নিয়ে ধান ক্ষেত করেছে, কেউ মৌসুম লাগিয়ত হিসাবে। আর কেউ নিজেদের ফসলের মাঠ। এইখানে সব ছাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা বর্গা নিয়েছে তারা, আর মৌসিম লাগিয়ত হিসাবে যারা ফসল ফলাতে মাঠে চাষাবাদ করেছে তারাই।
তাদের অধিকাংশ ধান গাছে কেবল শিস ধরেছে কিছুদিন গেলেই ধানগুলো পরিপক্ক হতো। এমন সময় বৃষ্টির পানিতে ডুবে নুয়ে পড়েছে। সেই ধান ঘরে তুলার মতো পরিস্থিতি নেই।
পুরো উখিয়াতে পানির নিচে হাজার হাজার হেক্টর ধান ক্ষেত বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
উখিয়া উপজেলার কৃষি অফিসার মো: নিজাম উদ্দিনের সাথে প্রতিবেদকের মুঠোফোনে কথোপকথন হলে তিনি কৃষকের জন্য সন্তোষজনক কোন বার্তা দিতে পারেন নি। পুরো উপজেলায় কত হেক্টর জমিতে ধান চাষ হয়েছে এবং কি পরিমান ধানক্ষেত নষ্ট হয়েছে সেটিও পরে জানাবে বলে ফোন কেটে দেয়।