কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ মাঠে গর্তের পানিতে ডুবে জিয়াদ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু জিয়াদ ওই এলাকার মো. নুরুল আমিনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।
প্রত্যেক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে লবণের মাঠে গর্তের পানিতে ডুবে যায়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সূত্রঃ বিডি প্রতিদিন