নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রলীগের বহুকাঙ্ক্ষিত কমিটির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নিতে কোটি টাকার মিশন নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তরে তদবির চালাচ্ছে ইয়াবা মামলা, মিয়ানমার সীমান্তে বিজিবির ওপর হামলা মামলার অন্যতম আসামী বিবাহিত আনোয়ার হোসাইন।
এছাড়াও তার বড়ভাই আলী আহমদ গত দুইবার স্থানীয় সরকারের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন। অভিযুক্ত আনোয়ার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তার ভাই আলী আহমদ এর পক্ষ হয়ে নৌকার বিরুদ্ধে ভোট করেছে। এরপরও তার বিরুদ্ধে রহস্যজনক কারণে সাংগঠনিক কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূল ছাত্ররাজনীতি থেকে উপজেলা ছাত্রলীগের কমিটি না করে কেন্দ্রীয় ছাত্রলীগে হাইকমান্ডকে বিপুল টাকা দিয়ে ম্যানেজ করে কমিটি ভাগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্থানীয় ছাত্রলীগ। এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মী দের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় এক আওয়ামীলীগ নেতার সূত্র জানাযায়, আনোয়ার স্থানীয় বিএনপি নেতা সোলাইমান মেম্বারের মেয়ে কে বিয়ে করছে এক বছর আগে। সে উখিয়া থানায় মাদক মামলা চার্জশীট ভুক্ত আসামী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ১০ (ক) ৪১ ধারায় উখিয়া থানায় মাদক মামলা রয়েছে। যার নং (৫৭)/১৮/০৬/১৯ জি.আর নং ৫৭/১৯, আনোয়ার বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তারেরও নানা অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আনোয়ার হোসাইনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে মাদক মামলায় অভিযুক্ত আনোয়ার কিভাবে ছাত্রলীগে অবস্থান করবে সে নিয়ে নানান প্রশ্নের জবাব চাচ্ছে প্রকৃত স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
C/R-DBD24