উখিয়ায় অবৈধভাবে বনভুমি দখল ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে বনবিভাগের উখিয়া রেঞ্জ।
এক সাপ্তাহ আগে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় বনবিভাগের বিরুদ্ধে, একটি নিউজ প্রকাশিত হয়, নিউজের শিরোনাম ছিল,উখিয়ায় লুট হচ্ছে বনজসম্পদ কচ্ছপের ভুমিকায় বনবিভাগ, এই সংবাদটি প্রকাশ হওয়ার পর কক্সবাজার আদালতের নজরে পড়লে, স্বপ্রণোদিত হয়ে অবৈধ দখলবাজদের বিরুদ্ধে মামলা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ।
এর পর থেকে শুরু হয় বনবিভাগের ঝাকুনি অভিযান, একেরপর এক বনজসম্পদ রক্ষার্থে উখিয়ার বন কর্মকর্তারা অভিযান চালায়, এ অভিযানে দেখা যায় নিউ ফরেষ্ট অফিস সংলগ্ন প্রধান সড়কের পূর্ব পাশে ভূমিদস্যু খ্যাত ভাঙ্গারী ইলিয়াসের ছোট ভাই খোকনের নির্মানাধীন অবৈধ স্থাপনা ও পাতাবাড়ি খেলার মাঠের পাশে ছয়তারা রাইস মিলের ম্যানেজার আশিষ দাশ নামে দুইজনের পাকা দালানের স্থাপনা ওয়াল ভেংগে চুরমার করে দেয়, উখিয়া বনবিভাগের এই আভিযানিক টিম।
এ অভিযানে আরো দেখা যায় শীলের ছড়া এলাকায় আরাকান সড়কের পাশে বনভূমির জায়গা দখল করে নির্মান করা ওষুধ কোম্পানির এমআর মোস্তাকের স্থাপনাও উচ্চেদ করেন তারা।
এর আগেও উখিয়ার হরিণমারা এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেন উখিয়া বনবিভাগ।
উখিয়া রেঞ্জের প্রধান কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, অবৈধভাবে যারা বনবিভাগের জায়গা দখল করেছেন এদের মধ্যে একজনেরও ছাড় দেওয়া হবে। এ অভিযান নিয়মিত চলমান থাকবে। বনজসম্পদ রক্ষার্থে কঠোর সিদ্ধান্ত নিয়েছে উখিয়া রেঞ্জ। আগে আর পরে বনভুমি কেউ দখল করে রাখতে পারবেন না। এসময় সবাইকে সচেতন হওয়ার আহবান ও করেন তিনি।
ভিডিও দেখতে ক্লিক করুন নিচে…