প্রেস বিজ্ঞপ্তি ::
উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন ফ্রীডম ক্রীড়া সংসদ’ এর নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। শাহা জামান মাসুমকে সভাপতি ও রবিউল হাসান রবিন’কে সাধারণ সম্পাদক করে ২ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
আজ মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর ২৪ইং) রাত ৯ টার দিকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্বে তাদের দায়িত্ব অর্পণ করা হয়।
জানা গেছে, এ সংগঠন সমাজের অসংগতি ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছে দীর্ঘকাল। এ ছাড়া ঐক্য নিয়ে ক্রীড়ার দিকে আগ্রহ জাগাতেও নতুন প্রজন্মদের নিয়ে কাজ করছে এ সংগঠনটি।
নব-নির্বাচিত দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, এ সংগঠনকে এগিয়ে নিতে বলিষ্ঠ ভুমিকা পালন করবেন তারা। নতুন প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে কাজ করে যাবেন। সকল সদস্যদের ঐক্যতা সৃষ্টির মাধ্যমে বৃহত্তর উখিয়ায় ফ্রিডম ক্রীড়া সংসদ’কে সর্বত্রে গ্রহণযোগ্যতা সৃষ্টি করে সুনাম অর্জন করবেন।