বনবিভাগ উখিয়া রেঞ্জের নিয়মিত অভিযান চলছে। পাহাড় কাটা, ড্রেজার মিশিন বসিয়ে বালু উত্তোলন, কাট পাচার সহ বন-বিরুধী যাবতীয় অবৈধ কাজে সোচ্ছার রয়েছেন দায়িত্বশীলরা।
গত কাল কাট পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেন। একই কায়দায় আজ বনের রিজার্ভ খাল থেকে বালু পাচার করতে গিয়ে থ্যাংখালী বিটে আরো একটি ডাম্পার জব্দ করেন দায়িত্বশীলরা।
গাড়ি ধরতে গেলেই ড্রাইভাররা কৌশলে পালিয়ে যায়। যার কারনে মালিকদের নাম ঠিকানা তৎক্ষনাৎ পাওয়া যায়নি বলে জানান বন কর্মকর্তারা।
উখিয়া রেঞ্জের দায়িত্বে থাকা (এসিএফ) শাহীনুল ইসলাম জানান, থাইংখালী তাজমিনার ঘোনা এলাকায় রিজার্ভ ফরেস্টেের খাল থেকে বালি উত্তোলন ও পাঁচারকালে একটি ডাম্পার আটক করা হয়েছে। চালক পলাতক। যথাযথ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।