উখিয়ায় প্রথমবারের মতো রত্নাপালং ইউনিয়নের প্রতিবন্ধী সমিতি ‘অচল প্রতিবন্ধী ব্যাক্তিদের জীবন মান উন্নয়ন সচলকরণ’ সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছন ।
এ সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক সাগর বড়ুয়ার নেতৃত্বে অত্র সংগঠনের সকল সদস্যরা ভোর ৬.৪০ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে এ দিনের সূচনা শুরু করেন।
বিজয় দিবস উদযাপন করতে আসা অনেকেই মন্তব্য করে বলেন, এই প্রথম বারের মতো কোন প্রতিবন্ধী সংগঠন বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। দেশের প্রতি তাদের ভালবাসা দেখে নিজেদের ধন্য মনে করছি।
এই প্রতিবন্ধী সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিক জানান, আমরা অচল মানুষ নিজেদের চেষ্টা করি দেশের প্রতিটি স্বরণীয় দিনকে আমরাও সবাইর মতো স্বরণীয় করে রাখতে। কিন্তু আমাদের যে শারীরিক অবস্থা পরিপূর্ণ না থাকাই যতটুকু পারি আমরা চেষ্টার কমতি রাখি না।
সকলের প্রতি আহবান থাকবে আমরা যারা প্রতিবন্ধী রয়েছি আমাদের বিপদে আপদে, সময়-অসময়ে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন। পাশাপাশি প্রশাসনিকভাবেও প্রতিবন্ধী ভাই বোনদের পাশে থাকার অনুরোধ রইল।