উখিয়ায় প্রশিক্ষিত ৫০ জন দরিদ্র জনগোষ্ঠীর নারীদের
মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ( ১ আগষ্ট ২৪) উপজেলা পরিষদের আয়োজনে বেলা ১২টায় পরিষদের হলরুমে অনুষ্ঠিত নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার, ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী,উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুন্নেছা বেবি, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে।
পরে সভার সভাপতি ও অতিথিবৃন্দরা উপজেলার হলদিয়া পালংয়ের ১৪,রাজাপালং ১১,রত্নাপালং১১ ও জালিয়াপালং ইউনিয়নের ১৪ জনসহ দরিদ্র জনগোষ্ঠীর প্রশিক্ষিত মোট ৫০ জন নারীদের সেলাই মেশিন বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন তিনি তাঁর বক্তব্যে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেছেন তাদের দেওয়া সেলাই মেশিন যাতে
বাড়িতে বসিয়ে না রেখে উপার্জন এবং নিজেদের চাহিদা মেটানোর কাজে যথাযথ ব্যবহার করেন।
এ সময় তিনি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী কামরুন্নেছা বেবি কে তার দায়িত্ব পালনকালীন সময়ে পিছিয়ে পড়া নারীদের জন্য সময়োপযোগী প্রকল্প নেওয়ায় ধন্যবাদ জানান। সেলাই মেশিন হাতে পেয়ে জান্নাতুল ফেরদৌস বলেন তার ছেলে মেয়েদের পড়া লেখা চালিয়ে যেতে উপার্জনের পথ বের হল এজন্য কামরুন্নেছা বেবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।