উখিয়া বন রেঞ্জের দাপুটে রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান শাহিন এর নেতৃত্বে সদর বনবিট কর্মকর্তা আব্দুল মন্নান, ফরেস্ট মুন্সি নয়ন ও আলীসহ একদল বনকর্মীরা মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালংস্থ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চিরাই কাঠভর্তি একটি ট্রাক গাড়ি আটক করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, টহলকালে হাইওয়ে থানা পুলিশ ও উখিয়া রেঞ্জ যৌথভাবে কাঠভর্তি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই করি। যাচাইয়ান্তে প্রাথমিকভাবে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় গাড়ীটি রেঞ্জ হেফাজতে নিয়ে আসি। কাগজপত্র বিস্তারিত যাচাই- বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।