বেসরকারি উন্নয়ন সংস্থা বিটা দাতা সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহায়তায় উখিয়া উপজেলার রত্নাপালং ও জালিয়াপালং ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিকাশ একাউন্টের মাধ্যমে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নিজের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে ‘নগদ অর্থ সহায়তা প্রদান’ কর্মসূচীর আওতায় প্রতিটি পরিবারের মাঝে দুই ধাপে ৬০০০/- করে জনপ্রতি মোট ১২০০০/- সহায়তা প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৩ মে ২০২৩ রত্নাপালং ইউনিয়নে মোট ৫০জনকে এই সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ২নং রত্নাপালংপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদা, উখিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, উখিয়া সমাজ সেবা অফিসার আল মাহমুদ হোসেন। এছাড়া অত্র ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিলেন।
নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্টানে উপস্থিত বক্তারা উক্ত কর্মসূচীর জন্য বিটা ও প্ল্যানকে ধন্যবাদ জানান। এছাড়া উপকারভুগীদের আত্মকর্মসংস্থানে উদ্ভুদ্ধ করেন।
উপকারভোগী শাহিনা আক্তার বলেন, ১২০০০/- টাকার এই সহায়তাকে ছাগল পালনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো।
নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে বিটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিবিসিপি কো -অর্ডিনেটর মোর্শেদ আলম, একাউন্টস অফিসার বিজয় কুমার দে, লাইভলীহুড অফিসার আব্দুল আওয়াল সরকার সহ অন্যান্য প্রকল্পকর্মীগন।