উখিয়ার জনবহুল এলাকা বৃহত্তর চাকবৈঠার কেন্দ্রীয় জামে মসজিদ তাহফিজুল কোরআন মাদ্রাসার চাদ ঢালায়ের কাজে সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি ১২ ঘন্টার মধ্যেই পূরন করায় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সোহেল চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
গতকাল জুম্মাবার মাগরিব নামাজের পর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মসজিদের উন্নয়নে তাদের সংকটের কথা তুলে ধরেন সোহেল চৌধুরীর কাছে। তিনি মুহুর্তেই তাদের আশ্বস্ত করেন মসজিদের উন্নয়নে যেখনো কাজে সহযোগিতা করবেন।
মসজিদ পরিচালনা কমিটির সদস্য, প্রফেসর মোজাফফর আহমদ জানান, নেতৃত্বের গুনাবলী কথায় নয় কাজেই বিশ্বাসী’ হতে হবে। তার ফলস্বরূপ আমাদের মসজিদে দেওয়া প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। এমন ব্যাক্তিরা সমাজে নেতৃত্বে দেওয়ার যোগ্যতা রাখেন। জনগণ তাদেরকেই চাই যারা সমাজে অভাবী,অসহায়ত্বের পাশে দাঁড়ায়।
এলাকার মুসল্লিরা জানায়, যতদিন এই মসজিদের চাদের নিচে মুসল্লিরা নামাজ আদায় করবে ততদিন সোহেল চৌধুরীর জন্য আল্লাহ প্রদত্ত দোয়া জমা থাকবে। মসজিদ-মাদ্রাসায় সাহায্য সহযোগীতা করা মানে আল্লাহর রাস্তায় শ্রম ব্যায় করা। এই ফুটফুটে যুবক সোহেল চৌধুরী যেন প্রতিটি ঘরে ঘরে জন্ম হয়। মানুষের বিপদে আপদে পাশে থাকার জন্য সমাজে এমন যুবক বড্ড প্রয়োজন। আল্লাহ তার সৎ উদ্যেশ্যকে কবুল করুন আমিন।