বাংলাদেশ পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথমবারের মতো এ পদে সরাসরি নিয়োগ দেয়া হবে। চার হাজার পদের মধ্যে দুই হাজার এএসআই নিয়োগ পাবেন সরাসরি; বাকি দুই হাজার পদে কনস্টেবল থেকে পদোন্নতি দেয়া হবে। নতুন জনবল নিয়োগ প্রস্তাবে এএসআই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস রাখার কথা বলা হয়েছে। জাতীয় নির্বাচনের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।
চার হাজার এএসআই পদ সৃষ্টির প্রস্তাব শিগগিরই প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উঠবে। নতুন পদ সৃষ্টিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে গত জুলাই মাসের শেষ দিকে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আর অর্থ বিভাগ সম্মতি দিয়েছে গত আগস্টে। সচিব কমিটির অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি প্রধান উপদেষ্টার দপ্তরে যাবে। প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পরই প্রজ্ঞাপন জারি করবে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়। এরপর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে পুলিশ সদরদপ্তর।
এই চার হাজার এএসআইয়ের নিয়োগ সম্পন্ন হলে পুলিশ বাহিনীতে বছরে ১৩৫ কোটি ৭১ লাখ ৯৩ হাজার টাকা খরচ বাড়বে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, অনলাইনে জিডি, মামলা দায়ের ও তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এসব পদ সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে অনলাইনের মাধ্যমে যে কোনো ব্যক্তি অভিযোগের বিষয়ে থানায় না গিয়ে জিডি বা মামলা করতে পারবেন– এমন সুবিধা চালু করা হচ্ছে। যথাযথ আইন প্রয়োগ, জিডি অনুসন্ধানসহ মামলার তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম সুষ্ঠু সম্পাদনের জন্য এসব জনবল থাকা অত্যাবশ্যক।
এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, অনলাইনে জিডি ও তদন্ত কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে নতুন পুলিশ নিয়োগের ক্ষেত্রে অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা না থাকলে কোনো লাভ হবে না। যদি দক্ষ, যোগ্য ব্যক্তিদের স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ দেয়া হয়, তাহলে পুলিশে আমূল পরিবর্তন আসবে।
এএসআই নিয়োগের বিষয়ে পুলিশ সদরদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন বলেন, অর্থ বিভাগ চার হাজার এএসআই পদের সম্মতি দিয়েছে। প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদন পেলে বাকি কাজ দ্রুত শেষ করে নিয়োগ দেয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য অনু বিভাগ) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমাদের কাছে যে প্রস্তাব এসেছিল, সেটি অনুমোদন দিয়েছি। প্রথমবারের মতো এএসআই পদে সরাসরি নিয়োগ দেয়া হবে। সেজন্য নিয়োগবিধি সংশোধন করা হচ্ছে।
সূত্র: সমকাল