এম ফেরদৌস ::
প্রলোভনে পড়ব না’ পাচারের শিকার হব না ‘একসাথে রুখব মানব পাচার’ ‘এ আমাদের অঙ্গিকার’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মানবপাচার প্রতিরোধ সমন্বিত প্রকল্পের আয়োজনে উখিয়া রত্নাপালং ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে জনসচেতন মূলক সভা।
সোমবার ( ২৭ জানুয়ারি ২৫) সকাল ১১ টার দিকে ভালুকিয়া কিডস হ্যাভেন কিন্ডার গার্টেনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মানবপাচার প্রতিরোধে সভায় উপস্থিত মানুষকে জনসচেতনতার পাশাপাশি বিদেশগামীদের উদ্যোশ্যে বাংলাদেশ মানবপাচার প্রতিরোধ সমন্বিত প্রকল্পের রেফার ডেস্ক অফিসার মোস্তাফিজুর রহমান মিলন বলেন,বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে,যে দেশে যেতে আগ্রহী সে দেশের চাকরির ধরণ,সুযোগ সুবিধা এবং আইনকানুন সম্পর্কে আগে ভালোভাবে জেনে নিতে হবে। নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে নিরাপদ অভিবাসন সংক্রান্ত সেবা নিবন্ধন,আঙ্গুলের ছাপদেয়া,ভিসা যাচাই,ওয়ার্ক পারমিট ও চুক্তিপত্রের সত্যত্য যাচাই,প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন এবং স্মার্ট কার্ড বুঝে নিতে হবে। পাচার চক্রের ফাঁদে পড়ে সাগরপথে বা অন্যন্য অবৈধ পন্থায় বিদেশ যাওয়ার মন-মানসিকতা পরিহার করতে হবে।
এ সভায় অন্যন্য বক্তারা বলেন, মানবপাচার একটি ঘৃণিত অপরাধ। এই কাজের প্রতিকার পেতে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা সম্ভাব্য পাচারের ঝুঁকিতে আছেন এমন দারিদ্র জনগোষ্ঠিকে কর্মমুখি প্রশিক্ষণসহ নানা রকমের ট্রেনিং ও আর্থিক ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদেরকে আত্ননির্ভরশীল করে গড়ে তুলতে হবে।দেশের বেকার যুবক-যুবতিদের আত্নকর্মসংস্থান এবং যুক্তিসংগত মজুরী কাঠামো প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে বিদেশগামী করা জরুরী। প্রযুক্তি জ্ঞান নির্ভর সমাজ গঠন করে পাচার প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে হবে।
রত্নাপালং ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য অলি আহমদের সভাপতিত্বে বাংলাদেশ মানবপাচার প্রতিরোধে সমন্বিত প্রকল্পের সায়োকো সোস্যাল কাউন্সিলর মোহাম্মদ সিরাজ উল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। কিন্ডার গার্টেন কে জি স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, প্রবাসী সিরাজুল কবির,ইমাম খলিলুর রহমান,গণমাধ্যমকর্মী ফেরদৌস ওয়াহিদ, সচেতন ব্যক্তিত্ব সাইফুল ইসলামসহ স্থানীয় অনেক নারী-পুরুষ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ( আইওএম) নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত, অভিবাসন নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতায় আজকের এই সভা অনুষ্ঠিত হয়
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে অনুষ্ঠান বাস্তবায়ন করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ( আইওএম)।
উল্লেখ্য, সম্প্রতি উখিয়ায় বেড়েছে মানপাচার চক্র। প্রতিদিনই ঘটছে মানবপাচারের সাথে অপহরণের ঘটনা।