সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টালে “ঝিলংজার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে মরিয়া আওয়ামী লীগের মধু খাওয়া নাসির মেম্বার” শিরোনামে প্রকাশিত মানহানিকর, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক সংবাদের তীব্র প্রতিবাদ।
আমি, নাছির উদ্দিন, ৬নং ওয়ার্ডের একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টালে আমাকে জড়িয়ে যে মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই মিথ্যাচারের কঠোর নিন্দা করছি।
সত্য হলো, বর্তমান সময়ে ঝিলংজা ইউনিয়ন পরিষদের কার্যক্রম প্রায় অচলাবস্থায়। ইউনিয়নবাসী নানা ভোগান্তির শিকার হচ্ছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি নিরলসভাবে প্রতিদিন ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে সাধারণ মানুষের সেবা প্রদান করছি, তাদের সমস্যা শুনছি, সমাধানে কাজ করছি। এটি আমার দায়িত্ব, আমার অঙ্গীকার, আমার প্রতিশ্রুতি।
কিন্তু দুঃখজনকভাবে, আমার এই নিবেদিতপ্রাণ কর্মতৎপরতা কিছু স্বার্থান্বেষী মহলের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা হীন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আমার বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করেছে। অতীতে বিভিন্ন সময় এলাকার উন্নয়নের স্বার্থে আমি সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি- যা একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাজের অংশ। অথচ সেই স্বাভাবিক সৌজন্য সাক্ষাতের পুরোনো কিছু ছবি বিকৃত ব্যাখ্যা দিয়ে আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
এ ধরনের অপপ্রচার আমার মানহানি করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি কোনো রাজনৈতিক লোভ কিংবা পদ-পদবির জন্য নয়, সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে মাঠে কাজ করছি। ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে আমি কখনো পিছু হটিনি, ভবিষ্যতেও হব না।
পরিশেষে, আমি আমার প্রিয় ঝিলংজা ইউনিয়নের জনগণকে অনুরোধ জানাই- এই ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার পথের প্রেরণা। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। পাশাপাশি আমি দেশবাসী, স্থানীয় প্রশাসন ও মিডিয়াকর্মীদের কাছে এই অপপ্রচার বন্ধে সহানুভূতির ও সততার ভূমিকা আশা করি।
প্রতিবাদকারী
মো: নাছির উদ্দিন এম.ইউপি
৬ নং ওয়ার্ড
ঝিলংজা ইউনিয়ন পরিষদ, কক্সবাজার