এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)::
এই ভরা মৌসুমে বুরো ধানের ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট, অতিবৃষ্টির আশঙ্কায় জমির পাকা ধান ঘরে তুলতে দুশ্চিন্তায় ছিলেন ভালুকিয়ার এক কৃষক।
বিষয়টি জানতে পেরে তার সবকটি জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন উখিয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ভালুকিয়া এলাকায় দিন ব্যাপি কর্মসূচির মধ্য দিয়ে এই কৃষকের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
ঘরে কৃষকরা ধান তুলতে পেরে খুশি হয়ে যুবলীগ নেতাকর্মীদের জন্য প্রাণ খোলে দোয়া করেন।
গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।
এই আহবানে সাড়া দিয়ে উখিয়া উপজেলার যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও তার সহকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেন।
এসব কার্যক্রন আগামী ১৫ দিন পর্যন্ত চলমান থাকবে বলে কৃষকদের আশ্বাস দিয়ে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবারের বোরো মৌসুমেও কৃষকের ঘরে সম্পূর্ণ ধান না ওঠা পর্যন্ত প্রত্যান্তঞ্চলে যুবলীগ এই কর্মসূচি পালন করবে
এদিকে কৃষকের জন্য এমন তৎপরতায় প্রশংসা ভাসছেন যুবলীগ। কৃষক নুরুল আলম ও নুর মোহাম্মদ তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীতেও অসহায় মানুষের পাশে তারা এমন নির্ভরশীলতার প্রতীক হয়ে দাঁড়াবেন বলেই প্রত্যাশা ব্যাক্ত করেছেন।