এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার) ::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (কক্সবাজার – ৪) উখিয়া টেকনাফ আসনে প্রতিক বরাদ্দ পাওয়ার শুরুতে ঈগল মার্কা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হলেও বর্তমানে তার প্রচার প্রচারণায় নির্বাচনী মাঠ তেমন চাঙ্গা হতে দেখা যায়নি।
নৌকা মার্কার হেভিওয়েট প্রার্থী সাবেক সাংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী বর্তমান এমপি শাহীন আকতার দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের মাধ্যামে নির্বাচনী মাঠ চাঙ্গা করে অনেকটা নৌকার ফেভারে নিয়া আসছেন। গুছিয়ে নিয়েছেন নৌকার পক্ষে ভোটারদের।
উখিয়ার প্রত্যান্তঞ্চলে নৌকা মার্কার প্রচার-প্রচারণায় নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি পরিলক্ষিত হয়েছে । ঈগল মার্কার পক্ষে কোন নেতা বা কর্মীদের তেমন দেখাও যায়নি। ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে নৌকার পক্ষে ভোট ছেঁয়ে ভোটের আমেজ ও উৎসমুখর করতে ব্যাস্ত সময় পার করছেন নৌকা মার্কার সমর্থকরা।
উখিয়া রত্নাপালং ইউনিয়নের এক সচেতন নাগরিক জানায়, আমরা কোন দল করি না, শুনছি নৌকার বিপক্ষে ঈগল মার্কার এক প্রার্থী আছে সে কোনদিন আমাদের ভালুকিয়াতে দেখিনি। ভোট ও চাইনি।
রাজাপালং ইউনিয়নের এক মুরব্বি জানায়, ঈগলের প্রচারনা শুনছি শুধু মাইকে, তার কোন মিটিং বা তাকে ভোট চাইতে আসতে দেখিনি। ভোট না চাইলে উনি কি ভোট পাবে।
জালিয়াপালং ইউনিয়নের এক এনজিওকর্মী জানায়, ঈগলের প্রার্থীর শুধু গাড়ি দেখেছি। উনাকে দেখি নাই। এলাকায় তার কোন বিচরণ নেই। সোনারপাড়া বাজারে একবার একটা সভা হয়ছিল অল্পসংখ্যক মানুষ দেখা গেছে।
হলদিয়াপালং ইউনিয়নের এক সাধারণ ব্যাবসায়ী জানাই, ঈগলের প্রার্থী একবার মরিচ্যায় মিটিং করছে দেখছি। সেখানে আমাদের চেয়ারম্যান ও ছিল। হলদিয়াতে নৌকা ঈগলের কোন কিছু বুঝা যাচ্ছে না। বেশি গ্রুপিং দেখা যাচ্ছে।
কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে নৌকার প্রার্থী হচ্ছেন বর্তমান সাংসদ সদস্য শাহীন আকতার চৌধুরী, স্বতন্ত্রপ্রার্থী ঈগল মার্কা নিয়ে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর। লাঙ্গল মার্কা নিয়ে জাতীয়পার্টি থেকে প্রভেচার নুরুল আমিন ভুট্রো, তৃনমূল বিএনপি থেকে সোনালী পাট মার্কা নিয়ে মুজিবুল্লা এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন।
এ চারজন প্রার্থীর মধ্যে বেশ জনপ্রিয় ও আলোচনা সৃষ্টি হয়েছিল নৌকা আর ঈগল মার্কার প্রার্থীদের নিয়ে।