প্রেস বিজ্ঞপ্তি
স্বেচ্ছাসেবী সংগঠন চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ’র উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।
গত ১৬ই ডিসেম্বর ২০২৪ইং তারিখে সংগঠনের সভাপতি হাকিম আলী ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ পরিষদের ঘোষণা দেন।
এ উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন সমাজকর্মী মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবীকর্মী এম এ মাহমুদুল হক ফারুকী, এম এ মোঃ জুনায়েদ বিন আব্দুল্লাহ, দিদারুল ইসলাম দিদার, আনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য মাহাবুল আলম,সাংবাদিক এম ফেরদৌস ওয়াহিদ।
এ সংগঠন পরিচালনা ও এগিয়ে নিতে উপদেষ্টা পরিষদের সার্বিক সহযোগীতা অগ্রগতি ভুমিকা রাখবে এই প্রত্যশা রেখে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা এ উপদেষ্টা পরিষদ ঘোষণা করেন।
এ সংগঠন বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে কার্যক্রম চালিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। মানব কল্যাণে সকলের ঐক্যবদ্ধতা এ সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য।
জেলা-উপজেলায় স্বেচ্ছাসেবী প্রবাসী যুবক,শিক্ষার্থীসহ অসংখ্য মানবসেবী কর্মীরা কাজ করে যাচ্ছে এ সংগঠনে।