কক্সবাজারের টেকনাফের খারাংখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ভেতরে নুরুল আলম(৩৫)নামের এক দপ্তরি আত্মহত্যা করছে বলে জানা গেছে।
নিহত দপ্তরি নুরুল আলম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৮ং ওয়ার্ড খারাংখালী নাছর পাড়া এলাকার আবু বক্করের ছেলে।
সোমবার(২৮অক্টোবর) সকাল ৯টার দিকে খারাংখালি রাখাইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর থেকে দপ্তরীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন,হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি(ইনচার্জ)এসআই মো.মোজাহার।
এসআই মো.মোজাহার জানান,খবর পেয়ে সকাল ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী রাখাইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ভেতর থেকে দপ্তরি নুরুল আলমের মরদেহটি উদ্ধার করি।
এ ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে,দপ্তরি নুরুল আলম গলায় ফাঁস লাগিয়ে শ্রেণী কক্ষের ভেতরে আত্মহত্যা করেন। এবং তার মরদেহের পাশে হাতে লেখা কাগজে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিলো,আমার মৃত্যুর জন্য আমার পরিবার,আত্মীয়-স্বজন ও আমার স্কুল কর্তৃপক্ষের কেউ দায়ী নয়।শুধুমাত্র আমার চাকুরীতা হচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী।ইতি,নুরুল আলম।
এসআই মো.মোজাহার আরও বলেন,ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত এ বিষয়ে আরও জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।