সিলেটের কানাইঘাট উপজেলায় আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন (৫) হত্যা মামলায় আটক গৃহশিক্ষিকাসহ চারজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালাত। সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়ার স্ত্রী আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫) এবং একই এলাকার ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।
তথ্যটি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল খলিক।
তিনি বলেন, ‘দেশব্যাপী আলোচিত এই হত্যাকাণ্ঠের সঙ্গে জড়িত চার আসামিকে আজ (সোমবার) সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পর ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট থেকে আসামিদের আদালতে আনা হয়।
কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম জানান, মামলাটি তদন্ত করছে কানাইঘাট থানা পুলিশ।
অধিকতর তথ্য জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা রিমান্ডের পর জানা যাবে।
এর আগে গত শনিবার মুনতাহার বাবা কানাইঘাট থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। মুনতাহার লাশ উদ্ধারের পর মামলাটি সংযোজন হয়ে হত্যা মামলায় রূপ নেয়।
নিহত মুনতাহা কানাইঘাট সদরের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। গত ৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিল সে। গতকাল রবিবার পুলিশ তার লাশ উদ্ধার করে।