এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার) ::
উখিয়ায় আসামী বিহীন ১ লাখ পিছ ইয়াবা উদ্ধার করেছে ‘কক্সবাজার ব্যাটালিয়ন’ ৩৪-বিজিবির
সদস্যরা। যার আনুমানিক মূল্য কোটি টাকার ও বেশি বলে ধারণা করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঘুমধুম বিওপির টহল টিমের অভিযানে এই মাদক উদ্ধার করতে সাক্ষম হয় বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি)।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি অভিযানিক দল খবর পাই যে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসবে। তারই প্রেক্ষিতে বিজিবির সদস্যরা তাদের পথ লক্ষ্য করে গোপনে তল্লাশী চালাই। ঠিকই দুইজন লোক ইয়াবা নিয়ে ওই পথ ব্যবহার করে আসার সময় বিজিবি তাদের দিকে যেতে চাইলে একটি ব্যাগ পেলে দিয়ে অন্ধকারের মধ্যে তারা কৌশলে পালিয়ে যায়। বিজিবি তাদের ধাওয়া করেও না পেয়ে তাদের পেলে যাওয়া ব্যাগ তল্লাশী করলে মিলে ১ লাখ পিছ ইয়াবা। তিনি আরো জানান, সীমান্তে চোরা কারবারিদের কঠোর নজরদারিতে রেখেছে বিজিবি।
পালাতক আসামী চিহ্নিতকরণ ও অন্যন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইনি পদক্ষেপ প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানান তিনি।