এম ফেরদৌস ::
উখিয়ায় অবৈধ রোহিঙ্গা ভোটার ঠেকিয়ে স্থানীয়দের কাগজপাতি সংগ্রহ ও পরিষদে হয়রানিমুক্ত সেবা দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষকদলের সদস্যসচিব ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাদমান জামি চৌধুরী।
তিনি উপজেলা বিএনপি’র সভাপতি সরোয়ার জাহান চৌধুরী’র সহযোগীতায় দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে রাজাপালং পরিষদে হেল্প সেন্টার নামে একটি ডেস্ক খুলেন। সেখানে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দৈনিক ২০-২৫ জন স্বেচ্ছাসেবক কর্মী জনসাধারণকে সেবা দিতে কাজ করবে বলে জানান সাদমান জামি চৌধুরী।
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার জনবহুল ইউনিয়ন রাজাপালং, যেখানে চলছে ভোটার হালনাগাদ কর্মসূচি-২০২৫
রোহিঙ্গা ইস্যু সহ ভৌগোলিক অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠা রাজাপালং ইউনিয়নে এই কার্যক্রম চলাকালীন আছে আশ্রিত রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার হওয়ার শংকা।
এছাড়াও ইউনিয়ন পরিষদে জনবল কম থাকায় ভোটার প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণ জনগণের পোহাতে হয় ভোগান্তি।
এ দুটি কারণ বিবেচনায় নিয়ে হালনাগাদ কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল করতে রবিবার (২৬ জানুয়ারি) সকালে পরিষদ চত্বরে উদ্বোধন করা হয় এ হেল্প সেন্টার।
এ হেল্প সেন্টার উদ্ভোধনে প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জাহান চৌধুরী বলেন, ” রাজাপালংয়ে যারা নতুন ভোটার হবেন তাদের কাজ সহজ করার পাশাপাশি পুরো হালনাগাদ কর্মসূচিকে গতিশীল করতে এই হেল্প সেন্টার সহায়ক হবে। ”
সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী’র নির্দেশনায় উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী’র সৌজন্যে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই হেল্প সেন্টার পরিচালিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি বলেন, ” আমরা যারা দেশের জন্য ও দেশের স্বার্থে কাজ করে যাচ্ছি, কোনোভাবেই কোনো রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের রাজাপালংয়ে ভোটার হতে দিবো না এবং এটি আমাদের দায়িত্ব।”
রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি বড়ুয়া, ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য সহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।