উখিয়া রাজাপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতভিটা দখলে নিতে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার (০২জুন) দুপুর ২টায় উপজেলার রাজাপালং কাশিয়ারবিল শেখ পাড়া এলাকায় এ ঘটনায় আহতরা হলেন, সিরাজুল কবিবের পুত্র রেজাল কবির (৩৮) হেলাল উদ্দিন কায়সার (৩৩) সিরাজুল কবিরের সহধর্মিণী আরেফা বেগম (৫৫)
ঘটনায় আহতদের ভাই এনামুল কবির টিপু অভিযোগ করে বলেন, হঠাৎ করেই সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়ির সীমানার টেংরা ভেঙে দিয়ে আমার ভাইয়ের উপর চুরি দিয়ে মাথায় আঘাত করে। মূলত বসত ভিটা দখলে নিতে চাচা ছৈয়স আলম, চাচাতো ভাই মুজিব, জিসান ও চাচি রেহেনা বেগমসহ অনেকে ধারালো দা, লোহার রড, লাঠি সোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। এবং বসত ভিটায় সন্ত্রাসী কায়দায় ভাঙচুর চালায়। এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, উখিয়া রাজাপালং কাশিয়ার বিল এলাকায় জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।