এম ফেরদৌস
উখিয়ার সীমান্ত টিভি টাওয়ারের পুর্বে পার্শে নাইক্ষ্যংছড়ি উপজেলার আওয়াতাধীন ঘুমধুম ইউনিয়নে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির লাশ। লাশ উদ্ধারে কাজ করছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের একটি পুলিশ টিম।
বুধবার (২৯ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে পাহাড়ের ঢালুর নিচে একটি মাছের ঘেরে লাশ টি ভাসতে দেখা যায়।
স্থানীয়দের খবরে তৎক্ষনাৎ ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল ঘটনাস্থনে আসেন। তিনি জানিয়েছেন লাশ’টি পড়ে আছে সত্য। তার গায়ে কোন কিছুর দাগ পাওয়া যায়নি। লাশের পরিচয় শনাক্ত ও অন্যন্য আইনী প্রক্রিয়া চলমান রাখছি।