সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ঘিরে আলোচনায় মোহাম্মদ ইমরান উচ্ছেদ কার্যক্রমে বাধা: ২৯ জনের নাম উল্লেখসহ ১ হাজার জনের বিরুদ্ধে মামলা পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

উখিয়ায় পূর্বের ন্যায় রেশন পাবে রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তরা

ডেস্ক রিপোর্ট / ১৯৫ বার
আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

এম ফেরদৌস – উখিয়া

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত হোস্ট কমিউনিটির জন্য বিশেষভাবে বরাদ্দকৃত ‘ভালনারেবল উইমেন বেনিফিট (VWB)’ রেশন কার্ড একটি প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য জেলায় হস্তান্তরের প্রক্রিয়ায় সাধারণ মানুষের পক্ষে গনআন্দোলনের ডাক দিয়েছিলেন উখিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক সরোয়ার জাহান চৌধুরীর ছেলে ব্যারিস্টার সাফফাত ফারদিন চৌধুরী।

এই তরুণের ডাকে সাড়া দিয়েছিলেন উখিয়া টেকনাফের সর্বস্তরের মানুষ। বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে মানবন্ধন কর্মসূচিও হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজনরা ছিল সোচ্চার। ‘ভি ডব্লিউ বি’ কর্মসূচি বাজেট আগের মতো বহাল রাখতে প্রতিবাদের মধ্য দিয়ে বয়ে যায় গত ৩/৪ দিন।

এমন পরিস্থিতিতে উপজেলার সিনিয়র রাজনৈতিক ব্যক্তিরাও এসবের সাথে একমত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদমূলক পোস্ট করেন।

জানা গেছে, শুধু ফেইসবুকে নই উখিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক সরোয়ার জাহান চৌধুরী ও সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী,উপজেলা কৃষকদলের সদস্যসচিব সাদমান জামি চৌধুরীসহ সিনিয়র রাজনৈতিক ব্যক্তিরা সংশ্লিষ্ট দপ্তরে স্ব-শরীরে গিয়ে এই বাজেট বহাল রাখতে দাবি জানান। পাশাপাশি দাবি না মানলে সাধারণ মানুষদের নিয়ে এসব অন্যায় অবিচারে প্রতিরোধ গড়ে তুলার কঠোর হুশিয়ারি দেন।

এসব প্রতিবাদের তোপের মূখে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুর্বের ন্যায় উখিয়া টেকনাফে ‘ভি ডব্লিউ বি’ কর্মসূচি’ বাজের বহাল রাখার আশ্বাস দিয়েছে বলে ফেইসবুকে পোস্ট করেন ব্যারিস্টার সাফফাত ফারদিন চৌধুরী ও সাদমান জামি চৌধুরী।

ব্যারিস্টার সাফফাত ফারদিন চৌধুরীর ডাকে এভাবে সবাই সাড়া দিয়ে উখিয়া টেকনাফের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সাংবাদিক, সিনিয়র রাজনৈতিক ব্যক্তি ও সর্বমহলের আমজনতার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে জীবনের প্রতিটি স্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে উখিয়া-টেকনাফের হাজার হাজার পরিবার। চাষাবাদ, গবাদি পশু পালন, নদীতে মাছ ধরা, এমনকি শ্রমবাজার থেকেও বঞ্চিত হতে হয়েছে স্থানীয়দের। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ২০২০ সাল থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য সংস্থার (WFP) সহায়তায় চালু হয় ‘ভি ডব্লিউ বি’ কর্মসূচি। এতে প্রতিমাসে ৪০ হাজার নারী-নির্ভর পরিবার পায় ৩০ কেজি করে চাল।

সম্প্রতি এই কার্ড অন্য জেলায় স্থানান্তরের উদ্যোগ নেওয়ায় উখিয়া-টেকনাফের পরিবারগুলোতে সৃষ্টি হয়েছিল চরম অনিশ্চয়তা।

জাতীয় সংসদের সাবেক হুইপ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছিলেন, “প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়ে স্থানীয়রা নিজেরাই নিঃস্ব হয়ে পড়েছে। এখন আবার তাদের প্রাপ্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে—এটা অমানবিক।”

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান চৌধুরী সময়ের কন্ঠস্বর’ প্রতিবেদককে বলেন, উখিয়াতে ‘ভি ডব্লিউ বি’ কর্মসূচি’র বাজেট পূর্বের ন্যায় এখনো বহাল রয়েছে। অন্যত্রে সরিয়ে নেওয়ার বিষয়ে এখনো কোন মেসেজ পাওয়া যায়নি। ‘ভি ডব্লিউ বি’ কর্মসূচি নিয়ে কোন সিদ্ধান্ত হলে সরকার অবশ্যয় প্রজ্ঞাপন জারি করবেন এবং উপজেলা দপ্তর অবগত হবেন। এ বিষয়ে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর