এম ফেরদৌস, উখিয়া কক্সবাজার :
উখিয়া-টেকনাফ তথা পুরো কক্সবাজারের প্রিয়মুখ সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী এবং বিএনপির বিরুদ্ধে ‘ইয়াবা বদির টাকা নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে আওয়ামীলীগের মধু খাওয়া ফ্যাসিস্টরা। আপনাদের জনগণ চিনে। এই ষড়যন্ত্রের জবাব দিবে উখিয়া টেকনাফের সাধারণ মানুষ’এমন মন্তব্য করেছেন উখিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক সরোয়ার জাহান চৌধুরী।
মঙ্গলবার (১০ জুন) বিকাল ৫ টার দিকে শাহাজাহান চৌধুরীর বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় অপ-প্রচারের বিরুদ্ধে উখিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, অনেক ভদ্রতা দেখিয়েছি দুর্বল ভাববেন না। শাহাজাহান চৌধুরীর বদনাম করবেন না। বিএনপি’র বদনাম করবেন না। আপনারা আব্দুর রহমান বদির মধু খেয়েছেন জনগন সব কিছু জানেন এবং বুঝেন। আপনাদের অনেক বুঝিয়েছি তারপরও আপনারা বারে বারে আওয়ামী ফ্যাসিস্ট কান্ড চালাচ্ছেন। এসব বন্ধ করুণ অন্যতায় দেশের গনতন্ত্রকামী জনগণ আপনাদের ছাড় দিবে না।
জানা গেছে, অগ্রযাত্রা নামক অনলাইন ফেইসবুক পেইজে সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীর নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশ করা হয় বলে দাবি করেন বিএনপি। সেই সংবাদের পর থেকে উত্তাল উখিয়া টেকনাফের বিএনপি। এসব ঘটনা যেতে না যেতে উখিয়া উপজেলা যুবদল নেতা আনোয়ার সিকদার নামে একজনকে অপহরণের ঘটনা ঘটে।
স্থানীয় এবং দলীয় সুত্রে জানা যায়, আব্দুর রহমান বদি ও আওয়ামীলীগের মধু খাওয়া ব্যক্তিত্ব পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিনসহ কয়েকজন মিলে এসব অপকর্ম ঘটিয়েছে।
এ ঘটনায় তার আপন ভাই সরোয়ার সিকদার বাদি হয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৬ জন কে আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেন। এই অপহরণের ঘটনা নিয়ে পুরো উখিয়াতে এখনো উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে।
সব কিছু মিলিয়ে আজ উখিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে অঙ্গসংগঠন রাজপথে বিক্ষোভ করেন।
এদিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন বলেন,পরিস্থিতি আপাদতে নিয়ন্ত্রণে রয়েছে। অপহরণের ঘটনায় প্রকৃত অপরাধীদের দ্রুত সময়ে আইনের আওতায় আনা হবে।