মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া বাংলাদেশী ২০জেলেকে ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)।
আজ ৭নভেম্বর বিকাল ৪ টায় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নাফ নদী দিয়ে শাহপরীরদ্বীপ জেটি ঘাটে আটককৃত বাংলাদেশী ৩০জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে।
এর আগে,গেল ৫ নভেম্বর বিকাল ৪ টার সময় টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এলাকা থেকে ২০ জন বাংলাদেশী জেলে ১৫টি হস্তচালিত এবং ২টি ইঞ্জিন চালিত নৌকা মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন করে। জেলেরা মাছ শিকার করে ফিরার পথে নাইক্ষ্যংদিয়া নামক স্থানে থেকে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তাদের ধরে নিয়ে যায়।
আটককৃত ২০বাংলাদেশী জেলেরা হলেন,
টেকনাফের শাহপরীরদ্বীপের শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮)আলী আহমদের ছেলে শাহ আলম (২৮) নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোছন (৪৫), মৃত নাজির হোছনের ছেলে আয়ুব খান (৪৮), মৃত মোঃ ইউসুফের ছেলে নুর হোছন (৪৫), মৃত বশির আহমদের ছেলে মোঃ বেলাল (২৯), মৃত নুর আমিনের ছেলে সলিম (৩৫), মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), মৃত সোলতান আহমদের ছেলে মোঃ হাশিম (৩৫), মোঃ আলমের ছেলে মোঃ হোছেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মোঃ ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০), মৃত মোঃ ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০), মৃত মছন আলীর ছেলে মোঃ ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪), মৃত বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩), আবদু শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭) এবং উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)।
পরবর্তীতে বিজিবি কর্তৃক বাংলাদেশী ২০জেলেকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন,টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।