রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উখিয়ার ঘাটে রোহিঙ্গা গোষ্ঠীর তাণ্ডব: পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময় সচল করা হতে পারে আ.লীগের কার্যক্রম: ড. ইউনূস মাদক ছিনতাই থেকে পাচার—সবখানেই সক্রিয় পালংখালীর মঞ্জুর আলম তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মীকে গ্রেফতার করলেন উখিয়ার ওসি! কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস অভিযোগ, বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ঘিরে আলোচনায় মোহাম্মদ ইমরান উচ্ছেদ কার্যক্রমে বাধা: ২৯ জনের নাম উল্লেখসহ ১ হাজার জনের বিরুদ্ধে মামলা পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

আমাদের ফাইভ স্টার দেখে অনেকের জ্বালাপোড়া করে

খেলাধুলা ডেস্ক / ১৭৫ বার
আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

 

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে উরুগুয়ে। ম্যাচে ব্রাজিলিয়ানরা দুটি পেনাল্টি মিস করেন টাইব্রেকারে। দুঃসময়ে ব্রাজিলের এই ম্যাচে জয়টা দরকার ছিল। কিন্তু তা আর হয়নি। ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের বাকযুদ্ধ যেন চলছেই।

কোপার কোয়ার্টারে নামার আগে ব্রাজিলের মিডফিল্ডার আন্দ্রে পেরেইরা উরুগুয়েকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আমাদের জাতীয় দলের যে ফুটবলার রয়েছে তা উরুগুয়ের কাছে স্বপ্ন।’

 

সেমিতে উঠে সেটিরই প্রত্যত্তর দিয়েছিলেন লুইস সুয়ারেজ। পেরেইরাকে উদ্দেশ্য করে এই ইন্টার মিয়ামি তারকা ও ২০১১ কোপার সেরা ফুটবলার বলেন, ‘তার (পেরেইরা) উরুগুয়ের ইতিহাস নিয়ে আরেকটু জানা উচিত। সে ফ্লামেঙ্গোতে আমাদের আরাসকায়েতার বদলি হিসেবে খেলতো।’

লুইস সুয়ারেজের সে মন্তব্যেরই জবাব দিলেন আন্দ্রেস পেরেইরা। সরাসরি না বলে অনেকটা পরোক্ষভাবেই সুয়ারেজকে খোঁচা দিলেন তিনি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইন্সটাগ্রামে পেরেইরা লেখেন, ‘আমি অভিবাসীর সন্তান হিসেবে বেড়ে উঠেছি। যারা এতদূর পর্যন্ত আসতে পেরেছে তারা জানে কতটা ভালোবাসা, শক্তি থাকলে এটা সম্ভব। আমাদের গৌরবান্বিত ইতিহাস এবং পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার সম্মান নিয়ে কোনো অ্যাথলেট কাউকে অপমানজনক কথা বলে না। আমরা এসব নিয়ে চলি না। দেশপ্রেম ও ভালোবাসাই আমাদের রক্তে বহমান।’

‘আমি বড়ই হয়েছি পৃথিবীর সবচেয়ে ভারী জার্সির খেলা দেখে এবং স্বপ্নও দেখেছিলাম এটা পরার। আমি পরিশ্রম করেছি অনেক। ঈশ্বর আমাকে প্রস্তুত করে দিয়েছে। জাতীয় দলটা সকল ব্রাজিলিয়ানের ঘরের মতো। ফলাফলের জন্য দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। আমরা কেবল সেটা শুরু করেছি। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল। যেগুলোতে এবার আমরা উৎরাতে পারিনি। জাতীয় দলে খেলার চেয়ে অন্য কোনো দলে খেলাটাকে আমি উপভোগ করি না। আমরা ব্রাজিল। আমি জানি, অনেক মানুষ আমাদের বুকে ৫ স্টার দেখতে পেয়ে কষ্ট পায়’-যোগ করেন পেরেইরা।

 

গতকাল রোববার কোপা সবচেয়ে হাইভোল্টেজ কোয়ার্টারে গোলশূন্য ড্র করার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় উরুগুয়ে। ম্যাচে ব্যাপক ফাউলের ঘটনা ঘটে। এছাড়া একটি লালকার্ডও দেখেন উরুগুয়ের ডিফেন্ডার ননদেজ। খেলায় মার্সেলো বিয়েলসার শিষ্যদের উগ্রতা দেখে ব্রাজিলিয়ান সাংবাদিকরা এই ম্যাচকে ষাঁড়ের লড়াই বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর