টেকনাফ•
কক্সবাজারের টেকনাফে অপহরণের দু’দিন পর ৪ লাখ টাকা মুক্তিপণ ফিরে এসেছেন রোহিঙ্গা নেতা মোহাম্মদ সেলিম।
শুক্রবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে টেকনাফের শরণার্থী ক্যাম্পের মৌচনী এলাকার পাহাড়ের ভেতরে তাকে ছেড়ে যায় অপহরণকারীরা। সেখান থেকে তাকে উদ্ধারের স্বজনরা বাড়ি নিয়ে যাস বলে দাবি করেছেন ক্যাম্প মাঝি বজলুর রহমান। অপহৃত মোহাম্মদ সেলিম টেকনাফ মৌচনী ২৬ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা।
তার পরিবারের বরাত দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বজলুর রহমান বলেন, দুদিন আগে অস্ত্রের মুখে বসতঘরের ভেতর থেকে জিম্মি করা হয়েছিল রোহিঙ্গা নেতা মো. সেলিমকে। সেলিমের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার পর থেকে সেলিমের পরিবারকে অপহরণকারীরা বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিল। টাকা না পেলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
তিনি আরও বলেন, সেলিমের পরিবার অপহরণকারীদের ৪ লাখ টাকা মুক্তিপণ দেয়। এরপর আজ তাকে ছেড়ে দেওয়া হয়।
সূত্র : জাগো নিউজ