রাহাত উখিয়া::
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া ক্যাম্প ২ ইস্টের লম্বাশিয়ায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক ভাবে জানাযায়, এনজিও সংস্থার পরিচালনাধীন দুই লার্নিং সেন্টার ও পনেরোটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।