কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের আওতাধীন উখিয়ার পাগলিরবিল বিট এলাকায় সংরক্ষিত বনভূমি (PF Land) জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বনবিভাগ।
কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং রাজারকুল রেঞ্জ সহযোগী ও পাগলিরবিল বিট ককর্মকর্তা খন্দকার মোকছুদ আলীর নেতৃত্বে অন্যন্য স্টাফদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হলদিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের বোরহান মেম্বারের বাড়ির পূর্বদিকে আনুমানিক ৬০ শতক PF Land দখলের চেষ্টাকে প্রতিহত করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বনবিভাগ সূত্র জানিয়েছে।
অন্যদিকে, গত ২২ জুলাই পাগলিরবিল বিটের বত্তাতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে PF Land থেকে কর্তিত আকাশমণি গাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাছগুলি বন বিভাগের উত্তোলিত বাগানের না হলেও, সরকারি PF ভূমির ওপর রোপিত ছিল। উদ্ধারকৃত গাছসমূহ অফিস হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা খন্দকার মোকছুদ আলী জানান“সংরক্ষিত বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে কোনো ধরনের জবরদখলের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”
স্থানীয়রা বনবিভাগের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “বনভূমি দখলের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। বনবিভাগের এই অভিযান এলাকায় ইতিবাচক বার্তা দিয়েছে।”