এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)
রাজস্ব ফাঁকি দিয়ে মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা ১৮টি মহিষ জব্দ করেছে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা।
সোমবার ( ২১ আগস্ট) দুপুর ১.০০ টার দিকে ৩৪ বিজিবির অধীনস্থ তুমব্রু বিওপির একটি চৌকস আভিযানিক দল ৩৪/৭ পিলারের ১একশত গজ উত্তর পশ্চিম এলাকা কাঠালবনিয়া হতে পাচারকারীদের ধাওয়া করে অবৈধভাবে আসা এ মহিষ জব্দ করতে সাক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।