কক্সবাজারের উখিয়ার প্রাণী সম্পদ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মচারীদের ভুল চিকিৎসায় হলদিয়াপালং ইউনিয়নের গৃহস্থ মোঃ শরীফের গৃহপালিত দুইটি ছাগল ছানার অপমৃত্যু ঘটেছে। ঐ গৃহস্থ গত সপ্তাহে দুটো ছাগল ছানা খাসি করাতে হাসপাতালে নিলে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মচারী ভুলভালভাবে খাসি করিয়ে দেন।
দিশেহারা ঐ গৃহস্থ জানান, গতকাল শুক্রবার একটি ও আজকে আরো একটি ছাগল ছানার মৃত্যু ঘটেছে। ধনুষ্টংকারে এ দুটোর মৃত্যু হয়েছে বলে স্হানীয় চিকিৎসকরা জানান। এব্যাপারে আজ শনিবার ক্ষতিগ্রস্ত গৃহস্থ সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী গৃহস্থ জানান, আজ সকালে মৃত ছাগল ছানাসহ উখিয়া প্রাণী সম্পদ হাসপাতালে গেলে ঐ চিকিৎসক তাকে চরম অপমান করে মারধর করতে উদ্যত হয়। পরে উপায়ান্তর না দেখে ক্ষতিগ্রস্ত গৃহস্থ থানায় আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে জানান।