সারাদেশে ন্যায় ১জানুয়ারী উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে।
বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মনসুর চৌধুরী, প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, খাইরুল আলম চৌধুরী, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, রত্নাপালং ইউনিয়নের তরুণ উদ্যোক্তা, বিশিষ্ট ঠিকাদার ওবায়েদ চৌধুরী, সাংবাদিক শহিদুল ইসলামসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান মানিক।