উখিয়া রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে মানবিক সহায়তা ও মসজিদ মাদ্রাসার উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রশংসায় ভাসছেন আওয়ামীলীগ নেতা ইসকান্দর চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী।
তিনি বৃহত্তর ভালুকিয়া ফৈজাবাপের পাড়া জামে মসজিদের উন্নয়নে গেল মাস দেড় এক আগে নগদে ২০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন।
মসজিদের ফাউন্ডে পর্যাপ্ত অর্থ না থাকায় একই দিনে সোহেল চৌধুরী ঘোষনা দিয়েছিলেন বিদ্যুৎ বিলের টাকা আজীবন পরিশোধ করবেন এবং সেটি বর্তমানে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন তিনি ওয়াদার বরখেলাপ করেন না।
শুধু তাই নই আজকেও তিনি এ মাদ্রাসায় শিক্ষার্থী ও মুসল্লিদের সুবিধার্থে একটি সাউন্ড স্পিকার দিয়েছেন। শিক্ষার্থীদের ঘর মেরামতের জন্য ২ হাজার ইট দেওয়ার আশ্বস্ত করেছেন।
এক মুসল্লি প্রতিবেদককে জানান, সোহেল ছেলেটি অল্প সময়ে অনেক সুনাম অর্জন করেছেন। তার মানবিক বিচরণ রত্নাপালংয়ের প্রত্যান্তঞ্চলে ব্যাপক সাড়া পেলেছে। যেদিকে তাকায় সেদিকে তার অনুদান,মানবিক সহায়তার দৃশ্য। আল্লাহ এই ছেলেটিকে দীর্ঘহায়ত দান করুক।
সুত্রে জানা যায় এ মসজিদসহ আরো বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়ন এবং মুসল্লিদের সুবিধার্থে তিনি অসংখ্য সুযোগ সুবিধা করে দিয়ে রত্নাপালংয়ে এক মানবিক নামে সুপরিচিত লাভ করেছেন।