**আমরা একটি হাসি ফুটাতে প্রতিজ্ঞাবদ্ধ**—-
এ স্লোগানকে সামনে রেখে চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে বন্ধু সংগঠন বাংলাদেশের প্রধান কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ( ১৬ ই সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উখিয়া কোটবাজারস্থ সৈয়দ আলম মার্কেটে পবিত্র কোরআন তেলোয়াদের মাধ্যমে এ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ সংগঠনের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ পাঠ অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোস্তাক আহমেদ।
নব-নির্বাচিত কমিটির শপথ বাক্য অনুষ্ঠানের পরে কেন্দ্রীয় কার্যনির্বাহী সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সংগঠনের নব-নির্বাচিত কমিটির আগামী ২ বছরের কার্যক্রম বুঝিয়ে দেন এবং প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি দিদারুল আলমকে দেশে আসার আগমনে সংগঠনের সকল ইউনিটির নেতাকর্মীরা সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শুভাকাঙ্খী উপদেষ্টা ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোক্তার আহমদ তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ জন্ম-মৃত্যুর ৪৮ ঘন্টার মধ্যে ইউনিয়ন পরিষদে এসে জমা দেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ`এর সকল সদস্যরা প্রচারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ জানান।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ রাসেল উদ্দিন, সাধারন সম্পাদক শফিউল আলম,উখিয়া উপজেলা শাখার উপদেষ্টা ও রত্না পালং ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মাহবুবুল আলম মেম্বার,সভাপতি রফিক আহমদ সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন রানা, রত্না পালং,জালিয়া পালং,হলদিয়া পালং,খুনিয়া পালং,রাজাপালং ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন,মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা আক্তার রিনাসহ আরো অনেকে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
শেষে চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ`এর সহকারী উপদেষ্টা মোস্তাক আহমদ সংগঠনের সদস্যদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার অনুরোধ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।