নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ১৫শ পিস ইয়াবাসহ টেকনাফ নয়াবাজার এলাকার আব্দু রশিদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার( ২৩ জুন) নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটুসাহার দিক নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানার নেতৃত্বে। এসআই পাভেল মল্লিকের সঙ্গীয় ফোর্সের সহায়তায়
ঘুমধুম ইউপি’র ৫নং ওয়ার্ডস্থ টিভি টাওয়ার সংলগ্ন। উখিয়া-টেকনাফ সড়কে ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর তল্লাশী করে সন্ধেহজনক এক ব্যক্তিকে আটক করলে সে স্বিকার করে তার কাছে ইয়াবা আছে।
পুলিশে সুত্রে জানাযায়, আটক ব্যক্তি স্বাভাবিক প্রক্রিয়ায় পায়ুপথ দিয়ে ২৯ টি পোটলায় ১৪৫০ পিস ইয়াবা বের করে দেন। পরবর্তীতে সে জানায় তাহার পেটের ভিতরে আরো ১ টি ইয়াবার পোটলা রহিয়াছে। আটক ব্যাক্তি অসস্তি বোধ করায় তাৎক্ষনিকভাবে তাহাকে নিকটস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আটক ব্যাক্তিকে কক্সবাজার সদর হাসপাতাল রেফার করেন।পরে কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তারের তত্ত্বাবাধনে বাকী ১ টি পোটলায় ৫০ পিস ইয়াবা প্রাপ্ত হয়ে সর্বমোট ১৫০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
আটককৃত ব্যাক্তি, টেকনাফ উপজেলার নয়াবাজার সাতঘড়িয়া পাড়া এলাকার আব্দু শুক্কুর’র পুত্র আব্দু রশিদ (৩৫)।
ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে অভিনব কায়দায় শরিরে লোকায়িত অবস্থায় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটুসাহ বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।