সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় উখিয়ার কোটবাজারের কোটা সংস্কার ও মেধাকে প্রধান্য দিয়ে ছাত্রদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকাল ৩ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৃথক পৃথক মিছিল নিয়ে কোটবাজার দক্ষিণ স্টেশনে এসে জড়ো হন। অধিকার ও কোটা সংস্কারের স্লোগান ও মিছিলে মুখর হয়ে ওঠে পুরো কোটবাজার ।
পরে সাড়ে ৩ টার দিকে কোটবাজারের দক্ষিন স্টেশন হতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে কোটবাজার উত্তর স্টেশন পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয় ওই অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের বিভিন্ন কথা তুলে ধরেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র জানায়, যতদিন পর্যন্ত কোটা আন্দোলনের দাবি বাস্তবায়ন হচ্ছে না ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে।
সরেজমিনে, ছাত্রদের এসব আন্দোলনে উখিয়া কোটবাজারে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও মাঠে উপস্থিত দেখা গেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন মুঠোফোনে জানায়, ছাত্র আন্দোলনে উখিয়াতে এখনো কোন সংঘাত সৃষ্টি হয়নি। মাঠে পুলিশবাহিনী তৎপর রয়েছে। পরিস্থিতিও স্বাভাবিক আছে।