এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার) ::
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উখিয়ায় চলছে ২০ দলীয় জোটের হরতাল।
বিএনপির ডাকা সারা দেশে রোববারের (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালে উখিয়া উপজেলায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ হতে দেখা যায়নি। প্রতিদিনের মতোই পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। নিয়মিত টহল দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
সড়কে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে। সকাল থেকে দোকান-পাট খোলা । সড়কের মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সতর্কমূলক টহল অবস্থায় দেখা গেছে উপজেলা নির্বাহী অফিসার ও উখিয়া থানার অফিসার ইনচার্জসহ তাদের সঙ্গীয় ফোর্সদের।
সড়কে দূরপাল্লার বাস ছাড়া ছোট-বড় সব লোকাল গাড়ি চলচে, সাধারণ যাত্রী ও পথচারীরা নিরাপদে তাদের নিজস্ব কর্মস্থলে যাতায়াত করছে। হরতালপন্থী কোন গ্রুপের তৎপরতা দেখা যায়নি। রোববার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত কোটবাজার, মরিচ্যা, উখিয়া সদর স্টেশন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
কোটবাজার কাপড় ব্যবসায়ী শাহেদ জানান, প্রতিদিনের মতো সকালে এসে দোকান খোলে বসেছি। বড় গাড়ি ছাড়া সব ধরণের গাড়ি সড়কে দেখা যাচ্ছে। হরতাল বলে আমার মনে হয়নি। তবে পুলিশবাহিনীর টহল দেখে আন্দাজ করেছি আজ হরতাল।
সিএনজি ড্রাইভার আনসার আলী জানায়, সকাল থেকে গাড়ি নিয়ে বের হয়ছি। উখিয়া কোটবাজার লোকাল যাত্রী পাওয়া যাচ্ছে। সড়কে তেমন কোন যামিলা নেই। পুলিশ,র্যাব টহল দিচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল বলেন, উখিয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে।
অন্যদিকে শান্ত সমাভেশ ব্যানারে দেখা গেছে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের। তারাও সড়ক এবং বিভিন্ন পয়েন্টে শান্ত সমাভেশ ব্যানারে জনমাল নিরাপত্তায় তৎপর রয়েছে বলে জানান এক আওয়ামীলীগ নেতা।
উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, গতকাল পুলিশকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে জামায়ত-বিএনপি প্রমাণ করেছে তারা নাশকতা সৃষ্টিকারী,দেশদ্রোহী কর্মকাণ্ড কাজে লিপ্ত,প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে হবে। সেজন্য আমরা উখিয়া উপজেলা আওয়ামীলীগ সর্বদা প্রস্তুত রয়েছি।
উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন বলেন, বিএনপি কর্তৃক অগ্নিসংযোগ, পুলিশকে পিটিয়ে হত্যা, আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ এগুলা কোন সক্রিয় রাজনৈতিক দলে করতে পারে না। এমন অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে দেশের সাধারণ জনগন নিয়ে আমরা প্রতিরোধ করতে মাঠে সবসময় প্রস্তুত থাকব ইনশাআল্লাহ।