সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উখিয়ায় কিন্ডারগার্টেন স্কুলের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ইং অনুষ্ঠিত উখিয়ার থাইংখালীতে দিন দুপুরে এক যুবককে অপহরণের চেষ্ঠা : ৩ ঘন্টা পর উদ্ধার আগামী ২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশ ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে ধানক্ষেত লন্ডবন্ড : কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি মিধিলি’র আঘাতে ৭ জনের মৃত্যু, বিপর্যস্ত জনজীবন শের-এ-বাংলা পিস অ্যাওয়ার্ড পুরষ্কারে ভূষিত হলেন কবির আহমদ সওদাগর কঠোর নিরাপত্তায় চলছে হরতাল : উখিয়ায় পরিস্থিতি স্বাভাবিক অর্ধকোটি টাকার ইয়াবাসহ ইনানীর আব্দুর রহিম আটক : সিএনজি জব্দ উখিয়ায় সুশৃঙ্খল স্মার্ট যুবলীগ গঠন করা হবে : নব নির্বাচিত সভাপতি-সম্পাদক উখিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও সভা 

ওই পারে নবী হোছন এ পারে বাবুল : নিরবে পাচার হচ্ছে মাদক,সোনা

ডেস্ক রিপোর্ট / ৪৪৭ বার
আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

 

* সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জরুরী 

কক্সবাজারের উখিয়ার পালংখালী আনজুমন পাড়া, রহমতের বিল উলুবনিয়া সীমান্ত পয়েন্টের নাফনদী দিয়ে মায়ানমার থেকে আসছে ইয়াবা,সোনা আইচ ও অস্ত্র। রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন মায়ানমারে বসে চার পাঁচটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে উল্লেখিত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করাছে বেআইনি অস্ত্র, সোনা, ইয়াবা ও ভয়ংকর মাদক আইচ।

স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বাংলাদেশ তথা নাফ নদীর এ পারে এসব মালামাল গ্রহন করে নিদিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছেন পালংখালী ইউনিয়নের ৯ ওয়ার্ডের মেম্বার জাফরুল ইসলাম বাবুল।

গত বুধবার ও বৃহস্পতিবার ঘটনাস্থলে পরিদর্শন গেলে এ প্রতিবেদককে শত শত সীমান্ত পারের লোকজন জানিয়েছেন , ক্যাম্প পলাতক তালিকা ভূক্ত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের সাথে চুক্তি করে জাফর মেম্বার চালিয়ে যাচ্ছেন চিংড়ি ব্যবসা। সে চিংড়ি ব্যবসার আড়ালে চলছে অস্ত্র,মাদক ও সোনা চোরাচালান।সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত এই সীমান্ত পয়েন্টের( নাফনদীর) নিয়ন্ত্রণ থাকে জাফর বাহিনীর হাতে।বিজিবির চোখ ফাঁকি দিয়ে প্রতিরাতে চোরাচালান ও মাদক পাচার।

মোষ্ট ওয়ান্টেড নবী হোসেন কে ধরতে বিজিবি ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন। সেই থেকে ক্যাম্প ছেড়ে মায়ানমারের ওপারে গিয়ে ঠিকই চালিয়ে যাচ্ছেন তার অপকর্ম। নবী হোসেন পালিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেলে ও তার শত শত ক্যাড়ার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। গত তিন মাসে তার বাহিনীর ১৩ সদস্যকে অস্ত্র, ইয়াবা, আইচসহ গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থা।ন

নবী হোসেন প্রত্যাবাসন বিরোধী কর্মকাণ্ডের সাথে ও জড়িত বলে জানিয়েছেন পুলিশ ও র‍্যাব।অন্যদিকে জাফরুল ইসলাম বাবুল মেম্বার হচ্ছেন নবী হোসেনের অপরাধ কর্মকান্ডের আশ্রয় প্রশ্রয়দাতা।খুন,ধর্ষণ, লুটপাট, ইয়াবা পাচারসহ অস্ত্র আইনে তার বিরুদ্ধে ১৮ টি মামলা রয়েছে। চোরাচালান ও ইয়াবা পাচারের টাকার ভাগাভাগি নিয়ে জাফরুল ইসলাম বাবুল ও স্থানীয় লুৎফর রহমানের সাথে কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তা নিয়ে এলাকায় তোলপাড় চলছিল।

স্থানীয়, আবুল খাইর,সিরাজুল ইসলাম, মোস্তফা কামাল, মীর কাশেম, ভাঙ্গুরা, ফয়েজ আহমেদ বলেন,জাফরুল ইসলাম বাবুলের চারটি সিন্ডিকেটের শতাধিক অস্ত্রধারী যুবক সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করে চালিয়ে যাচ্ছে অবৈধ ব্যবসা।এলাকার নিরীহ লোকজন তার অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস নেই। যারা তার অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় সোলতান আহমদসহ ১২ জনের বিরুদ্ধে ২১/২২ টি মিথ্যা মামলায় আসামী করা হয়েছে।

শুধু তাই নয়, সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর পালংখালী বাদিতলা গ্রামের মৃত ছৈয়দ আহমদের ছেলে কাশেম আলী( ৩২) (জেলে) নাফনদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে দেখেন ওপারের নবী হোসেন গ্রুপের একদল লোক ২৫/২৬ কার্টুন ইয়াবা নিয়ে এ পারে বাবুলের লোকদের বুঝিয়ে দিয়ে তড়িঘড়ি করে চলে যায়।এ দৃশ্য দেখে ফেলায় জেলে কাশেমকে প্রথমে মারধর পরে জাল পেচিয়ে তাকে হাত পা বেঁধে নাফ নদীতে ফেলে দেয় দিন দুপুরে। দূর থেকে এ দৃশ্য দেখে আবুল খাইর নামের আরেক জেলে।এর পর বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় লোকজন ও উখিয়া ফায়ার সার্ভিস এণ্ড ডিফেন্সের লোকজন গিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করে ও ব্যার্থ হয়। সন্ধ্যা ঘনিয়ে রাত চলে যায়। পর দিন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নির্দেশে ২৪ ঘন্টা পর এস আই কাউছারের উপস্থিতিতে জেলে কাশেম আলীর ক্ষতবিক্ষত জাল পেছানো লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।

এর পর ময়না তদন্তের পর পুলিশ লাশ হস্তান্তর করে স্বজনদের কাছে।এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা হয়েছে। সন্ত্রাসীদের ভয়ে নিহত কাশেমের স্বজনরা থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করার সাহস পর্যন্ত করতে পরেনি বলে জানান ৮ নং ওয়ার্ডের মেম্বার ফয়েজুল হক।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন পোস্ট মর্ডেম রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।তবে এ ঘটনার সাথে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর
%d bloggers like this:
%d bloggers like this: