উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাশেম মেম্বারের ছেলে বাহাদুর ও তার চেইন অব কমান্ড রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের রশিদ আহম্মদের ছেলে ইউনুছকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।
২৮ আগষ্ট রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিজিবি সদস্যরা রাজাপালং ইউনিয়নের পূর্ব-ডিগলিয়া পালং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ উক্ত মাদক কারবারিদের আটক করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হাশেম মেম্বার।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মেহেদী হোসাইন কবির সত্যতা স্বীকার করেন। তিনি বলেন মাদককারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকে জড়িত মেম্বার চেয়ারম্যান হলেও কোন ধরনের ছাড় নেই।