এম ফেরদৌস,ডিসিএন
কক্সবাজার দক্ষিণ বনবিভাগ উখিয়া রেঞ্জের আওয়াতাধীন হলদিয়া বনবিটে যৌথ অভিযান চালিয়ে একটি অবৈধ স’সমিল উচ্ছেদ ও ২০.০ ঘনফুট গোলকাট জব্দ করেছে উখিয়া রেঞ্জ।
রবিবার ৩ মার্চ বিকাল সাড়ে ৪ টার দিকে হলদিয়া বিটের বড়বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া সহকারী কমিশনার ভুমি ( নির্বাহী ম্যাজিস্ট্রেট) সালেহ আহমেদ, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, হলদিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলম,দৌছড়ী বিট কর্মকর্তা মো: সাজ্জাদুজ্জামান, উখিয়া সদর বিট কর্মকর্তা, এমদাদুল হাসান রনি, থ্যাংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বনকর্মীরা।
অভিযানের সত্যত্যা নিয়ে গাজী শফিউল আলমের স্পষ্ট বক্তব্য, সরকারি বনাঞ্চল,বনভুমি রক্ষার্থে জিরো টলারেন্সনীতি অব্যাহত রয়েছে উখিয়া রেঞ্জে।
পাশাপাশি অবৈধভাবে গড়ে উঠা, করাতকল/স’মিল উচ্ছেদ অভিযান নিয়মিত চলমান থাকবে। বনের কাট ও সরকারি সম্পত্তি রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।