প্রেস বিজ্ঞপ্তি।
উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আরিয়ানের নেতৃত্বে লিডারশীপ অরিয়েন্টেশন পোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উখিয়া স্টেশনে গ্লোবাল সেন্টারে এ প্রোগ্রাম সম্পন্ন হয়।
এ লিড়ারশীপ অরিয়েন্টেশন প্রোগ্রামের ভিত্তি হিসেবে তরুণদের ৪টি বিষয়ে জোর দেওয়াত আহবান করা হয়।
* আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনে উখিয়া উপজেলার আওতাধীন ৫টি ইউনিয়নে উখিয়া উপজেলা ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিবে।
* ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫টি ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে একটি এ্যালবান তৈরি করা।
* জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সমূহ প্রচার এর জন্য একটি মিডিয়া সেল গঠন।
* উখিয়া ছাত্ররীগের উদ্যোগে একটি ব্লাড সেল গঠন।
এ প্রোগ্রাম শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নামের ৫০টি বই বিতরণ করা হয়।
এ পোগ্রামের উদ্যোক্তা ও উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আরিয়ান বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী মধ্যে বঙ্গবন্ধু যে জীবন দর্শন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন সেটি আজ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী ধারণ করবে এটি আমাদের লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরো বলেন, আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনের আগে আমরা উখিয়া উপজেলা ছাত্রলীগ প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করছি।।
এই সময় উপস্থিত ছিলেন,উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন বাবু,উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ আবু সুফিয়ান সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, কলেজ শাখার অসংখ্য নেতৃবৃন্দ।